• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে ঈদে চরম ভোগান্তির আশঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি

  ২৭ মে ২০১৯, ১৮:৪১

রাস্তা প্রশস্ত করার কাজ চলায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আসন্ন ঈদে চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও যান চালকরা। খানাখন্দ ও ধুলোবালিতে দুর্ভোগ বাড়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

২১ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩৩ কিলোমিটার প্রশস্ত ও উন্নত করার কার্যাদেশ দেওয়া হয় ২০১৮ সালে। দরপত্র অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরই মধ্যে কাজে ধীর গতির অভিযোগ উঠেছে। যাত্রী ও পরিবহন শ্রমিকরা বলছেন সড়কে খানাখন্দ ও ধুলোবালিতে দুর্ভোগ বাড়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঈদে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে আশঙ্কা তাদের।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঈদে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়কের খানাখন্দ সংস্কার এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

ব্যস্ত এ মহাসড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
X
Fresh