• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘হাতে টিকিট পেয়ে সারারাতের কষ্ট ভুলে গেছি’

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৬ মে ২০১৯, ১১:২৬

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রোববার (২৬ মে) সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। খুব ধীরগতিতে টিকেট দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন টিকিট প্রত্যাশীরা।

টিকিট পাওয়ার জন্য শনিবার সন্ধ্যা থেকেই যাত্রীরা রেলস্টেশনে এসে অপেক্ষা করছেন। কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন টিকেট পাওয়া যাত্রীরা।

চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের চাকরিজীবী মাঈন উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, শনিবার ইফতারের পর থেকে টিকিটের জন্য অপেক্ষা করছিলাম। হাতে টিকেট পেয়ে সারা রাতের কষ্ট ভুলে গেছি।

শাহিনা নামের এক গৃহবধূ বলেন, ১০ ঘণ্টার ও বেশি সময় অপেক্ষার পর হাতে টিকিট পেয়ে অনেক ভালো লাগছে।

স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ৮ হাজার ৭০৯টি অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে ৫ হাজার ২৩৩টি টিকিট ৭টি কাউন্টারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। কালোবাজারি রোধ ও এনআইডি সঙ্গে যাত্রীর তথ্য মিলাতে গিয়ে টিকেট দেয়ায় ধীরগতি হচ্ছে। টিকিট কালোবাজারি রোধে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh