• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুর্বৃত্তদের দখলে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি

  ২৫ মে ২০১৯, ১৬:৫৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ৪৮ কিলোমিটার এলাকার দুই পাশে যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিদিনই লেগে থাকে যানজট। ফুটপাত দখল হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া ঈদে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন স্থানীয়রা।

দেশের সড়ক-মহাসড়কগুলোকে যেন নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছে, শিল্প কারখানার যানবাহন আর পরিবহন মালিকরা। যার চিত্র দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে। দুই পাশে অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিদিনই লাগছে যানজট।

মহাসড়কের পাশে গড়ে ওঠা অধিকাংশ কারখানার গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। ফলে মহাসড়কেই পণ্য ওঠানো-নামানোর কাজ করা হচ্ছে। শুধু তাই নয় কোথাও কোথাও মহাসড়ক দখল নিয়েছে রিকশা ও সিএনজি স্ট্যান্ড। ফুটপাতে জায়গা না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই হেঁটে স্কুলে আসা-যাওয়া করছে।

তবে দেরীতে হলেও অবৈধভাবে গড়ে ওঠা এসব গাড়ির স্ট্যান্ড ও পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।

পুলিশও এবার ছাড় দেবে না বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

মহসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করা হলে, দুর্ঘটনাও অনেকটা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিহীন ঈদযাত্রা
‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন’
১৫৪ বাসের নামে মামলা, জব্দ ১০
X
Fresh