• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাথরভর্তি জাহাজটি ডুবে গেল কর্ণফুলীতে

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ মে ২০১৯, ০৮:১৪

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শিকলবাহারের কাছে একটি পাথরভর্তি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন জানান, ভোরে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় ‘এমভি সি ক্রাউন’ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়নি।

ডুবে যাওয়া জাহাজটি আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সির বলে জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে আমদানিকৃত এক হাজার টন পাথর বোঝাই করে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে খালাসের জন্য আসছিল সি ক্রাউন নামের লাইটার জাহাজটি। ভোরে এটির তলা ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১১ জন নাবিক-শ্রমিক অন্য নৌযানের সাহায্যে তীরে উঠতে সক্ষম হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
পাথরঘাটায় ইসতিসকার নামাজ আদায়
জাহাজেই ফিরছেন এমভি আবদুল্লাহর সব নাবিক
জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
X
Fresh