• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভেজাল সেমাইয়ে বনফুলের মোড়ক

শেরপুর প্রতিনিধি

  ২৩ মে ২০১৯, ১৫:৫৫

শেরপুরের নকলা উপজেলায় অভিযান চালিয়ে একটি নকল সেমাইয়ের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৪।

বুধবার বিকেলে নকলা পৌরসভার জালালপুর এলাকায় এই অভিযান চালায় র‌্যাব।

অভিযানের সময় মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারিতে বনফুল কোম্পানির মোড়কে অস্বাস্থ্যকর পরিবেশে হাতে তৈরি বিপুল পরিমাণ সেমাই, আলিফ স্পেশাল বোম্বে চানাচুর, ফাল্টি বুট, ড্রাই কেক, টোস্ট, বিস্কুটসহ প্রায় পাঁচ মণ পরিমাণ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করাসহ এসব খাদ্য সামগ্রী তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র‌্যাব।

ওই অবৈধ কারখানার মালিক দেলোয়ার হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে বেকারি খাদ্যে নিষিদ্ধ রং মিশ্রণ, সেমাইয়ের প্যাকেটে মিথ্যা ঠিকানা ব্যবহার করে ভোক্তার সঙ্গে প্রতারণা করায় মালিকপক্ষের বাবুল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৪ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়।