• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুরে গ্যাসের সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন নিহত

গাজীপুর প্রতিনিধি

  ২২ মে ২০১৯, ২৩:৪৮

গাজীপুরে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চারজন মারা গেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- শাহ আলম (৩৮) তার স্ত্রী মনিরা (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ইসলামপুর এলাকায় একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। এক পর্যায়ে সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এ সময় ঘরে থাকা শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি একটি স্থানীয় কারখানায় কাজ করতেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২ 
X
Fresh