• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাখি পুষে আয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১৩:১৭

পাখি প্রকৃতির শোভা বর্ধন করে। কিন্তু সেই পাখিই হয়ে উঠেছে অর্থ আয়ের মাধ্যম। মেহেরপুরে বেশকিছু যুবক পাখি পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

বেকার যুবকদের আরো বেশি উৎসাহী করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে মেহেরপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে গেলো ২৩ ও ২৪ তারিখে জেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় পাখিমেলা।

দু’দিনব্যাপী এ মেলায় ৩০টি স্টলে প্রদর্শন করা হয় পায়রা, ফিন্স, পেন্সিলকোড, লোটন, বাজরিকা, লাভবার্ড, ককাটেল, প্রিন্সসহ নানা প্রজাতির পাখি। এসব পাখি দেখতে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। আবার মেলায় অনেকেই আসেন পাখিপালন সম্পর্কে ধারণা নিতে। এসময় হরেক রকমের দেশি-বিদেশি পাখির পসরা সাজিয়ে বসেন খামারিরা।

মেলায় অংশ নেয়া অনেক খামারি জানান, লেখাপড়ার পাশাপাশি পাখিপালনের মাধ্যমে সহজেই নিজের পায়ে দাঁড়ানো সম্ভব।

মেহেরপুর প্রাণী সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার জনান, বেকার ও বিপথগামী যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই মূলত এ পাখিমেলা আয়োজন করা হয়।

এসময় মেহেরপুর-১ সংসদ সদস্য ফরহাদ হোসেন পাখিপালনে আগ্রহীদের সরকারিভাবে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh