• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শ্রমিকদের আন্দোলন স্থগিত, ৯ পাটকলের উৎপাদন শুরু (ভিডিও)

খুলনা প্রতিনিধি

  ২২ মে ২০১৯, ১২:৪০

টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর উৎপাদন শুরু হয়েছে খুলনা ও যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ব পাটকলের।

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনটি শর্তে আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা। পরে সন্ধ্যায় কাজে যোগ দেন খুলনার প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুরসহ নয়টি পাটকলের শ্রমিকরা।

আজ বুধবার ভোর থেকে ক্রিসেন্ট, আলীম, ইস্টার্ণ, কার্পেটিং, জেজেআই মিলের শ্রমিকরা কাজ শুরু করেছেন।

বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা গেল ৫ মে থেকে কর্মবিরতিসহ রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন।