• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শসা ক্ষেতে গাঁজার চাষ!

ময়মনসিংহ প্রতিনিধি

  ২২ মে ২০১৯, ০৯:১৩
এই গাঁজার গাছগুলো রফিকুলের শসা ক্ষেত থেকে উদ্ধার করা হয়, ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রফিকুল নামের এক ব্যক্তির শসা ক্ষেত থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নান্দাইল মডেল থানার পুলিশ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামের ওই শসা ক্ষেতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার করে। তবে অভিযানের খবর পেয়ে শসা ক্ষেতের মালিক রফিকুল পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্র ও নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম বলেন, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি রফিকুলের শসা ক্ষেতে অভিযানে যান। সেখানে গিয়ে বড় বড় চারটি গাঁজার গাছ উদ্ধার করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রফিকুল দিনের বেশিটা সময় ওই শসা ক্ষেতে কাটাতেন। গ্রামবাসীর ধারণা ছিল বেশি ফলনের আশায় রফিকুল শসা ক্ষেতের পরিচর্যা করছেন। কিন্তু শসা ক্ষেতের আড়ালে তিনি যে গাঁজার চাষ করছেন বিষয়টি এলাকাবাসী অনেক পরে টের পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ অভিযানে আসে।

রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
গরমে শরীর ঠান্ডা রাখবে শসা-লেবুর জুস
ব্রিজের নিচে পড়ে ছিল কিশোরের মরদেহ
X
Fresh