• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদে ঈশ্বরদী-ঢাকা রুটে চলবে বিশেষ ট্রেন

পাবনা প্রতিনিধি

  ২১ মে ২০১৯, ১৭:০৩

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন পাকশী ঈশ্বরদী-ঢাকা রুটে ৩ দিনের বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদে মানুষের যাতায়াতের সুবিধার্থে এই ঈদ স্পেশাল ট্রেনটি চালু রাখা হবে। গতকাল এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রেনটি ঈশ্বরদী থেকে ছাড়বে ভোর ৪টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে ৯টা ৩০ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আর ঈশ্বরদীতে পৌঁছাবে রাত ১১টা ১০ মিনিটে।

তিনি আরও জানান, এই রুটে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি এই ঈদ স্পেশাল ট্রেনটি চালু থাকবে। এই ট্রেনের টিকিট মোবাইলে অ্যাপসে রাখা হবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুত হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট যেদিন থেকে বিক্রি
ঢাকা-কক্সবাজার রুটে ৫ দিনের ‘বিশেষ ট্রেন’
X
Fresh