• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ অফিসে ঢুকে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

  ২১ মে ২০১৯, ১৫:৫১

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক যুবলীগ কর্মীকে আওয়ামী লীগ অফিসে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মীর নাম রতন আকন্দ (৩৩)। তিনি কাটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে এবং রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইফতারের পর আওয়ামী লীগ কার্যালয়ে বসে ছিলেন রতন আকন্দ। এ সময় দলীয় কার্যালয়ে ঢুকে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলু, তার দুই ছেলে ছাত্রদল কর্মী সনি ও রনি, জহুরুল, লিটু, সাগর, যুবদল কর্মী মিনহাজ রতনের ওপর হামলা করে। এ সময় তারা রতনের বুকসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম লিপু আরটিভি অনলাইনকে জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে রতন মিয়া আকন্দ। তিনি কৃষি কাজের পাশাপাশি রামচন্দ্রপুর সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রতনের সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডারদের বিরোধ ছিল। তারাই রতনকে হত্যা করেছে।

সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
X
Fresh