• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শত বছরের আমগাছের চাপায় ১১ দোকান লণ্ডভণ্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মে ২০১৯, ০৮:৫১
কালবৈশাখী ঝড়ে শত বছরের আমগাছের চাপায় ১১ দোকান লণ্ডভণ্ড, ছবি: আরটিভি অনলাইন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে শত বছরের আমগাছের চাপায় ১১ দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

গেল রোববার গভীর রাতে আকস্মিক এই ঘূর্ণিঝড় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের ওপর দিয়ে বয়ে যায়।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, গেল রোববার রাতে বালারহাট বাজারে আকস্মিক ঘূর্ণিঝড় হয়। এতে বাজারে থাকা আড়াই শত বছরের পুরোনো আমগাছ দুমরে-মুচড়ে পড়ে বাজারের ১১টি দোকানের ওপর। এতে বাজারের ১১টি দোকানের ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র পাল ও কাসেম আলী জানান, রাত দেড়টার দিকে বয়ে যাওয়া ঝড়ে পুরোনো আমগাছটি পড়ে তাদের দোকান লণ্ডভণ্ড করে দিয়েছে।

খবর পেয়ে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও ইউএনও মাছুমা আরেফিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
X
Fresh