• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্লুকোজের নকল কারখানা, মালিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২০ মে ২০১৯, ১৫:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নকল গ্লুকোজ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ও এর উপাদানসহ কারখানা মালিক মফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে নকল কারখানায় অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করা হয়।

কারখানা মালিক মফিজুর রহমান একই গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে।

এদিকে, মাদকবিরোধী অপর এক অভিযানে মিনি ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর গ্রামের ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল গ্লুকোজ ও এর উপাদান জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিককে। অন্যদিকে, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ১৫-৬১৪৮) তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়ির মালিক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh