• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাগুরায় বিভিন্ন দোকানে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

  ২০ মে ২০১৯, ০৮:২০

মাগুরা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের মাগুরা জেলা অফিস ঢাকা রোড, আছাদুজ্জামান সড়ক ও সৈয়দ আতর আলী রোডের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করে।

এ সময় মেসার্স গৌরব ফল ভাণ্ডারকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও কোমল পানীয় সংরক্ষণ-বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা, শৈল স্টোরকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবণ সংরক্ষণ ও বিক্রির অপরাধে দুই হাজার টাকা ও লাইসেন্সবিহীন অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মাগুরা গ্যাস সিলিন্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে তিনি শহরের বেবি প্লাজার ব্যবসায়ীদের মানসম্মত প্রসাধনী ও পোশাক সামগ্রী বেশি দামে বিক্রয় না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh