• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাবেক নেতার চার আঙুল কর্তন: কলারোয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৯ মে ২০১৯, ১০:২৮

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম তুষার হোসেনের (৩০) ওপর দু’দুফা হামলা চালিয়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে দেয়ার ঘটনায়
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

শ‌নিবার (১৮ মে) রা‌তে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কলারোয়া উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে ছাত্রলীগকর্মী বাবু, মন্টু ও ইমামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় নির্বাহী ছাত্র সংসদকে অনুরোধ করা হয়েছে।

শনিবার সকালে বিরোধপূর্ণ জমির দখলের ঘটনায় মারামারির জেরে চিকিৎসা নিতে হাসপাতালে আসা ইলেকট্রনিক্স দোকানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জিএম তুষারের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের সম্পাদক নাইস ও সভাপতি সাগর হোসেনসহ তাদের সঙ্গীদের দায়ের কোপে তার চারটি আঙুল কাটা পড়ে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh