• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

  ১৮ মে ২০১৯, ১৭:১৪
কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে নারী ও শিশুসহ ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ, ছবি: আরটিভি অনলাইন

কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে নারী ও শিশুসহ ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার উজানটিয়া জেটিঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া জানান, শুক্রবার দিনগত রাতে একটি দালালচক্র জেটিঘাট এলাকায় কিছু রোহিঙ্গা নারী ও পুরুষকে জড়ো করছিল। তাদেরকে ট্রলারে করে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে পুলিশ এসব রোহিঙ্গা নারী ও পুরুষকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা বোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছে। তাদের পেকুয়া থানায় রাখা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh