• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝড়ে বড়াইগ্রামে বিদ্যুৎ নেই, ভোগান্তি

নাটোর প্রতিনিধি

  ১৮ মে ২০১৯, ০৯:৪১

নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল ইফতারের আগে শুরু হওয়া ঝড়ে বড়াইগ্রামে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পর এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন জনসাধারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চলছে।

পল্লী বিদ্যুতের জিএম (ভারপ্রাপ্ত ) ইশতিয়াক আহমেদ তাজু আরটিভি অনলাইনকে বলেন, আমাদের ৮টি টিম রাত থেকে কাজ করছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্যাপক গাছপালা ভেঙে যাওয়ার কারণে কাজ করতে সময় লাগছে। বিদ্যুৎসংযোগ কখন দেয়া যাবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।

এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার, মৌখড়া, লক্ষিকোল, উপশহর, বিঞুপুর, রয়না, ভরতপুর, জোনাইল, বর্নিসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে অসংখ্য গাছপালা উপড়ে যায়। গাছ চাপায় ভেঙে পড়ে বাড়ি-ঘর। এতে অন্তত ৫ জন আহত হন।

ঝড়ে লিচু, আমসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh