• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বকশিশ না পেয়ে ডিম নষ্টকারী সেই ৬ পুলিশ ক্লোজড

নাটোর প্রতিনিধি

  ১৭ মে ২০১৯, ২১:৪৪
পুলিশ পিকআপের বাঁধন কেটে দিলে ডিমগুলো রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়, ছবি: আরটিভি অনলাইন

বকশিশ না পেয়ে পিকআপভ্যানের বাঁধন কেটে ৩৫ হাজারের অধিক ডিম নষ্ট করার অভিযোগে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ৬ পুলিশকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে শহিদুল্লাহ নামে এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

বগুড়া হাইওয়ে পুলিশের এসপি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ক্ষতিগ্রস্ত ডিম মালিক বিপ্লব কুমার সাহার সাথে কথা বলে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে।

তবে তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৩৫ হাজার ১০০ ডিম নিয়ে একটি পিকআপভ্যান নাটোর যাচ্ছিলো। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় চাকা ফেটে পিকআপটি পার্শ্বরাস্তায় নেমে যায়। এসময় গাড়ি উদ্ধারের জন্য দায়িত্বরত বনপাড়া হাইওয়ে থানার একটি দল ২০ হাজার টাকা বকশিস দাবি করে। দিতে না পারায় পুলিশ পিকআপের বাঁধন কেটে দিলে ডিমগুলো রাস্তায় পড়ে নষ্ট হয়ে যায়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh