• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রচণ্ড শীতে মাথা গোঁজার ঠাঁই নাই সাঁওতালদের

ফেরদৌস জুয়েল, গাইবান্ধা প্রতিনিধি

  ২৫ ডিসেম্বর ২০১৬, ১২:৪৫

প্রচণ্ড শীতে মানবেতর দিন পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা। গেলো নভেম্বর রংপুর সুগার মিলের বিরোধপূর্ণ জমি থেকে সর্বস্ব হারিয়েছেন তারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে। জীবন বাঁচাতে তীব্র ঠাণ্ডার সঙ্গে যুদ্ধ করছে এখন।

বস্ত্রের অভাব শীতে ঝুপড়ি ঘরে দিন কাটছে তাদের। খাবার আর কাজ না থাকায় প্রায়ই থাকতে হয় অভুক্ত। অন্যদিকে শীতে খোলা মাঠে থাকায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন সাঁওতালরা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ অবস্থায় পাচ্ছেন না চিকিৎসা সেবাও।

এ করুণ অবস্থার মধ্যেও, সরকারি পুনর্বাসন চান না সাঁওতালরা। তাদের একটাই দাবি পূর্ব পুরুষের ভিটামাটি ও জমি ফিরে পাওয়ার।

তবে জমি ফিরিয়ে দেবার ব্যাপারে কিছু না বললেও সাঁওতালদের নতুন জায়গায় পুনর্বাসনের কথা জানালেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, তাদের পুনর্বাসনের জন্য তিনটি স্পটে কাজ হচ্ছে। কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে তাদের পুনর্বাসন করা হবে।

তিনি আরো বলেন, শীতে এরই মধ্যে তাদের ৩শ’ কম্বল দেয়া হয়েছে। আরো দেয়া হবে।

তবে পুনর্বাসন নয় সরকার দ্রুত আদি পুরুষদের জমি ফিরিয়ে দেবে এ আশা সাঁওতালদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh