• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় আগুন, নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি

  ১৫ মে ২০১৯, ১৩:৩৩
বুধবার সকালে মাহিনুর শিপ রিসাইক্লিংয়ে এ দুর্ঘটনা ঘটে, ছবি: আরটিভি অনলাইন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মোহাম্মদ রুবেল (২৫) নামে এক শ্রমিক। আজ বুধবার সকাল ৮টার দিকে মাহিনুর শিপ রিসাইক্লিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোহাম্মদ জলিল (৩০), মোহাম্মদ মাসুদ (১৯), মোহাম্মদ সোহেল (২২), আল আমিন (২৭) ও মামুনুল ইসলাম (২৭)।

আহত শ্রমিকরা জানান, ওই জাহাজভাঙা কারখানায় কোনোরকম নিরাপত্তা সরঞ্জাম ছিল না। আহতদের একজনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন পাশা আরটিভি অনলাইনকে বলেন, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জাহাজ ভাঙা কারখানার ম্যানেজার ছাব্বির আহম্মদ বলেন, জাহাজটি একবছর আগে এই কারখানায় বিচিং হয়েছিল। কিছুদিন আগেও তারা মিয়া নামে এক শ্রমিক মারা যাওয়ার ঘটনা তারা ‍লুকিয়ে ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে বলেন, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh