• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো কলসিন্দুর স্কুলের মেয়েদের সনদ-মেডেল

অনলাইন ডেস্ক
  ১৪ মে ২০১৯, ২০:৫৬

যে নারী ফুটবলারদের কারণে আজ এত অর্জন, সেই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষ আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ আগুনে পুড়ে গেছে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজ, নারী ফুটবলারদের সনদ ও মেডেল।

ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বলেন, গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে আজ (মঙ্গলবার) সকালের মধ্যে কোনও একসময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে বেশ কিছু কাগজপত্র ও সনদ পুড়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনীয় নেয়া হবে।

এ ব্যাপারে ধোবাউড়া থানায় কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন মিয়া জানান, রমজানের জন্য বিদ্যালয় বন্ধ থাকলেও গণিত বিভাগের বিশেষ ক্লাস চলছে। আজ সকালে বিশেষ ক্লাসের জন্য শিক্ষক উজ্জ্বল বিদ্যালয়ে গেলে অফিস কক্ষে আগুনের ধোয়া ও অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আমরা সেখানে গিয়ে দেখি বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সার্টিফিকেট, মেডেল, রেজ্যুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া একটি পেনড্রাইভও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, অফিস কক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় নারী ফুটবলারদের সনদপত্র ও মেডেল ছিল। এর মধ্যে কৃতী খেলোয়াড় শামসুন্নাহার, রোজিনা ও সাজেদার সার্টিফিকেট ও মেডেল পুড়ে গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh