• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফুলকলির কারখানায় মরা মাছি ও পোকা, সাত লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

  ১২ মে ২০১৯, ১৮:০৬
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুলে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণের দায়ে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। রোববার ফুলকলির কারখানায় সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করা হয়- এমন অভিযোগ পেয়ে রাহাত্তারপুল এলাকার কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, কারখানায় খাদ্য তৈরি হচ্ছিল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। পণ্য তৈরির কাঁচামালের ওপর মরা মাছি ও পোকা দেখতে পান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ফুলকলি কর্তৃপক্ষকে ৭ লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh