• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯ দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মবিরতি অব্যাহত

খুলনা প্রতিনিধি

  ১২ মে ২০১৯, ১৫:১৬
ছবি-সংগৃহীত

বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কর্মবিরতির পালন করছে।

আজ রোববার ভোর ৬টায় স্ব স্ব কর্মস্থলে না যেয়ে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিকরা আন্দোলনের ৭ম দিনে এ কর্মসূচী পালন করে। এছাড়া ৩ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করবে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯দফা দাবীতে শ্রমিকরা আজ ৭ম দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

ভোর ৬টায় শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে এ কর্মসূচী পালন করে। সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল প্রশাসনিক ভবনের সামনে শ্রমিকরা সমবেত হয়। সেখানে এক সমাবেশের আয়োজন করে শ্রমিক নেতারা।

পাটকল শ্রমিকলীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন, ক্রিসেন্ট সিবিএ’র সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, শ্রমিক নেতা দ্বীন ইসলাম, হেমায়েত উদ্দীন আজাদী সমাবেশে বক্তব্য রাখেন।

বিকেল সাড়ে ৩টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেধাই জুট মিলের শ্রমিকরা থালা হাতে নিয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হবে। পরে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়ক অবস্থান করবে শ্রমিকরা।

সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচীতে অংশ নিবে আন্দোলনকারীরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত 
X
Fresh