• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, শিশুসহ নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৯, ০৮:৩৫

কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই জনরে মৃত্যু হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে দমকল বাহিনীর এক কর্মী।

শনিবার (১১ মে) রাতে লাইট হাউজ এলাকায় পাহাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও দুটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন আতিকুল ইসলাম এবং তার ছয় বছরের শিশু কন্যা সাদিয়া আকতার।

নিহত আতিকের স্ত্রীর অভিযোগ, তার দ্বিতীয় স্বামী মুনাফ অতর্কিতভাবে ঘরে এসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা নিহত আতিকের স্ত্রী ছেনুয়ারাকে জীবিত উদ্ধার করলেও ঘরে থাকা বাকি ২ জনকে বাঁচাতে পারেনি।

নিহত আতিক ছেনুয়ারার ৩য় স্বামী।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh