• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাঘায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি

  ১০ মে ২০১৯, ১২:২৮

রাজশাহীর বাঘা উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৯ সদস্য আহত হন। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার কেশবপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম কালু। তিনি উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে ৫১ বোতল ফেনসিডিল, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম আরটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাঘা উপজেলার কেশবপুর গ্রামের একটি আমবাগানে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কালুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের নয় সদস্য আহত হয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
X
Fresh