• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাংসের দোকানে ছদ্মবেশে ইউএনও, করলেন জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ মে ২০১৯, ১৪:৩৬

চট্টগ্রামের হাটহাজারীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে হাটহাজারীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

তিনি আরটিভি অনলাইনকে বলেন, রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে গরুর মাংসের দাম বেশি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে ছদ্মবেশে যাই হাটহাজারী বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন মাংসের দোকানে। মাংস দোকানী বলেন, একদাম কেজি ৭শ’ টাকা। পরের দোকানি বলেন আপনাকে ৫০ টাকা সম্মান করবো ৬৫০ টাকা একদাম।

এর পরে অভিযান চালিয়ে তিন মাংস বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

রুহুল আমিন আরও জানান, তিন দিন আগে তাদের সঙ্গে বৈঠকে মাংস বিক্রেতারা সিদ্ধান্ত দিয়েছিলে ৫০০ থেকে ৫৭০ টাকায় মান ভেদে মাংস বিক্রি করবেন। কিন্তু বাস্তবে তারা কথা রাখেনি। তাই আইনের কঠোর প্রয়োগ ছাড়া বিকল্প নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
প্রায় প্রতিদিনই বেশির ভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে : হানিফ
৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ
ঈদের দুপুরে মুখরোচক গরুর ভুনা মাংস
X
Fresh