• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

  ০৯ মে ২০১৯, ১৩:০৪

রাজবাড়ীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু উত্তোলনের ড্রেজার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে বিল্লাল মণ্ডল নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

বৃহস্পতিবার জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের পদ্মা নদীর কোল ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিল্লাল মণ্ডল কালিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একজন সদস্য।

কালুখালী উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুন্নাহার এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক মাস ধরে ইউপি সদস্য বিল্লাল মণ্ডল স্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে পদ্মা নদীর কোল থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলার নির্বাহী অফিসার কামরুন্নাহার অভিযান চালান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউপি সদস্য বিল্লাল মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুন্নাহার একজন ইউপি সদস্যের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের খবরের সত্যতা আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল মেম্বার আরটিভি অনলাইনকে বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তার জরুরি কাজের জন্য সকলের সিদ্ধান্ত মোতাবেক বালু তোলা হচ্ছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
X
Fresh