• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কলাগাছের জন্য প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৯ মে ২০১৯, ১১:৫৬

কলাগাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে গুরুতর আহত যুবককে ঢাকার নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের বালির দিয়ার সাতারপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহিবুল মণ্ডল (৩০)। তিনি বালির দিয়ার গ্রামের জামাত মণ্ডলের ছেলে।

মহিবুলের মামা মইনুল হক পিন্টু আরটিভি অনলাইনকে জানান, বুধবার বিকেলে কলাগাছ কাটাকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে দু’পক্ষের বৈঠক হয়। এসময় পল্টুর লোকজন মহিবুলের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মহিবুল। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, এই ঘটনায় মহিবুলের পরিবার থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
X
Fresh