• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছয় টাকার প্যাথেডিন ২৫০ টাকা, ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৭ মে ২০১৯, ১৭:৩২

মানিকগঞ্জে ছয় টাকার প্যাথেডিন ২৫০ টাকা ও ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকা রাখায় ফার্মেসি মালিককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজিব হোসেন। তিনি ২৫০শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন মর্ডান ড্রাগস স্টোরের মালিক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান জানান, মঙ্গলবার বিকেল তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় মর্ডান ড্রাগস স্টোরে ছয় টাকার প্যাথেডিন ২৫০ টাকা ও ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী মডার্ন ড্রাগস স্টোরের মালিক রাজিব হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh