• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৭ মে ২০১৯, ১৬:৫৮

কুষ্টিয়ার মিরপুরে ডাবলু নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জালাল প্রামানিক, আতর আলী, জামান হোসেন, আসাদুল মোল্লা, রুবেল মালিথা, আসলাম মালিথা, মেহের আলী মালিথা। সবার বাড়িই স্থানীয় কবরবাড়িয়া এলাকায়।

এছাড়া মামলার আরেক আসামি ইশারত বিশ্বাস মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

এদিকে, ২০১০ সালের ৭ জুন সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়ি এলাকার জি কে ক্যানেলের পাশে থেকে ডাবলুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের ভাই আতর আলী বাদী হয়ে ৮ জনকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন। প্রায় ১ বছর পর ২০১১ সালের জুলাই মাসে এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক অরুপ কুমার আসামীদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের কৌসুলি আকরাম হোসেন দুলাল জানান, আসামীদের সঙ্গে পূর্বশত্রুতার কারণে ডাবলুকে পরিকল্পিতভাবে করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভাই-বোনসহ ৩ শিশুর ডুবে মৃত্যু
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
X
Fresh