• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি

নেত্রকোনা প্রতিনিধি

  ০৬ মে ২০১৯, ২২:২৭

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাং ইউনিয়নের গুমাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টা থেকে সিংরা বেড়িবাঁধ ভেঙে উপজেলার ৫টি হাওরের পানি প্রবেশ করছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বারহাট্টার পুটিজানা এলাকা থেকে লামা বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার ফসল রক্ষা বাঁধে দুইটি অংশ ভেঙে যায়। এতে করে সিংহা, কইমুড়ি, গুংগিয়াজুরী, দিঘা ও গাড়া বিলের প্রায় কয়েক হেক্টর বোরো ধান হুমকির মুখে পড়ে।

ফসলি জমি রক্ষার জন্য স্থানীয়রা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা কাজ করছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতি নির্ণয়ের জন্যে কাজ করছে কৃষি বিভাগ।

স্থানীয় কৃষক জসীমউদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঠিকমত বেড়িবাঁধ মেরামত না করায় তাদের ফসল আজ তলিয়ে গেছে।

ছাদেক মিয়া বলেন, নাম মাত্র কাজ করে সব টাকা ভাগ বাটোয়ারা করে খাওয়ার কারণে আমাদের এই দুর্গতি।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, বেড়িবাঁধের নিচ দিয়ে বিএডিসি পাইপ বসানোর কারণে আস্তে আস্তে মাটি সরে গিয়ে বাঁধ ভেঙেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
X
Fresh