• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরগুনার ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ৩৩৫ আশ্রয় কেন্দ্র

বরগুনা প্রতিনিধি

  ০২ মে ২০১৯, ১৪:৪২
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় বরগুনায় নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ফণী মোকাবিলায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কবীর মাহমুদ।

দুর্যোগ প্রস্তুতি নিয়ে আলোচনা করেন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাচ্চু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, সিপিপির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে আশ্রয় নেবার জন্য বরগুনার ৩৩৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে দেড় লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবে। প্রয়োজনে বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সুরক্ষিত ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।