• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা-মেঘনায় মাছ শিকারে নেমেছে জেলেরা

চাঁদপুর প্রতিনিধি

  ০১ মে ২০১৯, ০৯:২৩

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বুধবার চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। সকাল থেকেই তারা নৌকা নিয়ে পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমে পড়েছেন। এর মধ্যে দিয়ে শুরু হয়েছে মাছ ধরার উৎসব।

এখন নদীর পুরো বুক জুড়ে থাকবে শুধু জেলে আর নৌকা। আবারো সরগরম হয়ে উঠবে জেলে পাড়াগুলো। দূরদূরান্ত থেকে ক্রেতারা ইলিশের বাড়ি চাঁদপুরে আসবে তাজা ইলিশ কিনতে। আবারও ইলিশ ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে দেশের সর্ববৃহৎ ইলিশের আড়ত চাঁদপুর।

দুইমাস নিষেধাজ্ঞা সময় সরকারের পক্ষ থেকে জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হয়েছে। এছাড়াও তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

পদ্মা-মেঘনা নদীতে এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম চলাকালীন সময়ে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা ও আহরণ নিষিদ্ধ ছিল।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
X
Fresh