logo
  • ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ৩ আশ্বিন ১৪২৭

সুজন-সুমন নামে বাড়ি ভাড়া নিয়েছিল জঙ্গিরা

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ২৯ এপ্রিল ২০১৯, ১৪:৩৪ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৪
মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিংয়ের বাড়িটি ঘিরে রাখে র‌্যাব, ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিংয়ের বাড়িটির একটি কক্ষ সুজন ও সুমন নামে দুইজন ১৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন। তাদের একজন নিজেকে বেসরকারি চাকরিজীবী ও আরেকজন ভ্যানচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে কেয়ারটেকার সোহাগ সোমবার সকালে এসব তথ্য জানান।

বাসা ভাড়া নেয়ার সময় বাড়ির কেয়ারটেকার সোহাগ তাদের জানিয়েছিলেন, ব্যাচেলর ভাড়া দেয়া হবে না। তখন তারা জানান, ব্যাচেলর না, তারা স্ত্রী নিয়েই বাসায় থাকবেন। তবে বাসা ভাড়া নেয়ার সময় ডিএমপির নিয়ম অনুযায়ী কোনও কাগজপত্র তারা জমা দেননি।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশন) কর্নেল জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সুমন ও সুজন পরিচয়ে প্রায় এক-দেড় মাস আগে বাসা ভাড়া নিলেও তারা দুইজন নিয়মিত ওই বাসায় থাকতেন না৷ তারা মাঝে-মধ্যে এখানে থাকতেন। তবে গত তিন দিন ধরে তারা নিয়মিত এখানে থাকছিলেন। আমরা ওই দুইজনের আসল পরিচয় জানার চেষ্টা করছি। অনুসন্ধান শেষে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

উল্লেখ্য, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলার ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব। পরে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেইসঙ্গে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলের পাশে সংবাদ ব্রিফিংয়ে জানান, বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। বাড়ির ভেতরে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে।

পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়