logo
  • ঢাকা শনিবার, ২০ জুলাই ২০১৯, ৫ শ্রাবণ ১৪২৬

ধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টার মালিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
|  ২৯ এপ্রিল ২০১৯, ১০:৩১ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৩:২৮
ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণে অভিযুক্ত কোচিং সেন্টারের মালিক র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কোচিং সেন্টারের মালিকের নাম মো. সাইফুল ইসলাম। তিনি উত্তর আমিরাবাদ এলাকার আব্দুস সোবহানের ছেলে এবং আমিরাবাদ এলাকায় সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের মালিক। র‌্যাবের দাবি ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, উত্তর আমিরাবাদ এলাকায় ধর্ষণ মামলার আসামি সাইফুল অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। কিছুসময় বন্দুকযুদ্ধের পর সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

গত ১২ এপ্রিল বাসায় মায়ের অনুপস্থিতে নবম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সাইফুল। এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে একটি মামলা হয়।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়