• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উপজেলা নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, প্রবাসী খুন

নড়াইল প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ২২:১৩

সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার দুপুরে উপজেলার নোয়াগ্রামে এই ঘটনা ঘটে। নিহত কুয়েত প্রবাসীর নাম সৈয়দ মিজানুর রহমান।

আহত ব্যক্তিরা হলেন, সৈয়দ শওকত আলী, বাকী মিয়া, সৈয়দ সাচ্চু আলী ও সৈয়দ ইমরান। তাদের লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু।

নোয়াগ্রামের বাসিন্দা সৈয়দ মিজান আব্দুল হান্নান রুনুর পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হন অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটুর সমর্থকরা।

নোয়াগ্রামে সৈয়দ ফয়জুল আমির লিটুর পক্ষে নেতৃত্ব দেন তারই ভাইয়ের ছেলে সৈয়দ মাসুম। সিকদার আব্দুল হান্নান রুনুর পক্ষে নেতৃত্ব দেন ইউপি সদস্য বুলবুল হোসেন। এর জের ধরে শনিবার দুপুরে সৈয়দ মাসুম আলীর নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে ইউপি সদস্য বুলবুলের সমর্থকদের ওপর হামলা চালায়।

অতর্কিত হামলায় কুয়েত প্রবাসী মিজানুর রহমানসহ পাঁচজন গুরুতর জখম হন। তাদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস আরটিভি অনলাইনকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh