• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক্টরের ধাক্কায় নার্সিং ছাত্র নিহত

জয়পুরহাট প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ২২:০৮

বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় জয়পুরহাট সদর উপজেলায় মোটরসাইকেল আরোহী নার্সিং ইন্সটিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার আউশগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম সাব্বির হোসেন (১৭)। তিনি বগুড়ার করতোয়া নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্র ও সদর উপজেলার আউশগাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির দুই দিন আগে ইন্সটিটিউট থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল করে জন্মনিবন্ধন কার্ড নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকলেটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh