• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাড়ি ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ২০:০৫

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নাজিউর রহমান নাহিদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাসিড়া-বিরুলিয়া আঞ্চলিক সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

নাহিদ উপজেলার ঘাসিড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

নাহিদের স্বজনরা জানান, সরকারি ডেমাজানী কমর উদ্দিন কলেজে রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে আজ নাহিদ মোটরসাইকেলে করে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, দুর্বৃত্তরা এইচএসসি ওই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh