• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৯, ১৫:০৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম ডাবলু শেখ (৪৬)। তিনি পুরাতন শালিখা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাবলু শেখ ২০১২ সালের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিহত ডাবলুর ভাই বাবলুর রহমান বাবুলের সঙ্গে স্থানীয় মাহবুবুল আলম বিদ্যুতের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শালিখা বাজারের একটি দোকানে বসে আইপিএল খেলা দেখার সময় বিদ্যুতের লোকজন ডাবলুর ওপর হামলা চালায়। এতে তার হাত, ঘাড় ও বুকে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত ডাবলুর ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবুল বলেন, আমার ছোট ভাই ডাবলু বৃহস্পতিবার রাতে শালিখা বাজারের একটি দোকানে বসে আইপিএল খেলা দেখছিল। এ সময় বিদ্যুতের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন (পিপিএম) আরটিভি অনলাইনকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
X
Fresh