• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নেশাগ্রস্ত ছেলের হাতে মা ও নানী খুন

ঝিনাইদহ প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৫

ঝিনাইদহের মহেশপুরে নেশাগ্রস্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা ও নানী খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে মহেশপুর পৌরসভার নওদাগ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা মর্জিনা খাতুন (৫৫) ও নানী শামছুন্নাহার (৮০)। মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ঘাতক ছেলের নাম ইমরান (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ইমরান নেশা করে বাড়ি ফিরে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা ও নানীকে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইমরান পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত মর্জিনা খাতুন ও শামছুন্নাহারকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, আমরা জানতে পেরেছি ইমরান মানসিক ভারসাম্যহীন। সে দুইবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
X
Fresh