logo
  • ঢাকা বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

বন থেকে উদ্ধার নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ

সিলেট প্রতিনিধি
|  ২৫ এপ্রিল ২০১৯, ২১:৪৯ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:২২
সিলেটের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের জানকিছড়া থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো নবজাতককে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব নিয়ে এগিয়ে আসছেন না কেউই।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার শিশুটির  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে উদ্ধারের পর সারাদিন পুলিশি প্রহরায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, সারাদিন শিশুটি ভালো অবস্থায় থাকলেও বুধবার রাত দশটার দিকে হঠাৎ করে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও (আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা) ডা. পলাশ রায় জানান, বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রাত থেকেই বাচ্চাটির শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।

এ ব্যাপারে জানতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন ধরেননি।

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বাচ্চাটিকে হাসপাতালের তত্ত্বাবধানেই পাঠাতে হবে। আমরা বাচ্চাটির চিকিৎসার সমস্ত খরচ বহন করছি। আমাদের একজন অফিসার এই বিষয়গুলো দেখছেন।

শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুমতাহা চৌধুরী বলেন, আমি শিশুটির কাছে যাচ্ছি। তবে বাচ্চাটির দায়িত্ব নেয়ার কথা পুলিশেরই। তবুও আমরা যতটুকু পারি করবো।

এমকে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৪৮৫৫৭১ ৩০১০৬৯৬ ৩৮২৪১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়