• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুষ্ঠু ভোট হলে যেকোন রায় মেনে নেবো : সাখাওয়াত [অডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ০৮:১৬

সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট শুরু হয়েছে। ৮টার কিছু পর ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী সাখাওয়াত। এসময় তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মীরা।

ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল যাইহোক তা আমরা মেনে নেবো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সে আশাই করছি। নির্বাচনে সকল নাগরিক বিনা বাধায় কেন্দ্রে আসতে পারবে। নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে এসে হারানো ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ থেকে কাজ করে তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়ী হবো। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। ১৭৪টি কেন্দ্রে এখনও কোথাও কোন বিশৃঙ্খলার খবর আসেনি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমরা মাঠেই থাকবো।

এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শ স্কুল কেন্দ্রে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নেই। এই কেন্দ্রে বিজিবি টহলের দাবি জানান তিনি।

এইচটি / কে / এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh