• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ভোট শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ০৮:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলছে। বৃহস্পতিবার নাসিকের ২৭টি ওয়ার্ডের ১শ’ ৭৪ ভোটকেন্দ্রের ১ হাজার ৩শ’ ৪টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।

সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা।

কেন্দ্রগুলোর নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্ক টহলে থাকছে আলাদা টিম। নির্বাচনে ১শ’ ৭৪টি কেন্দ্রের মধ্যে ১শ’ ৩৭টিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে ভোটের দিনের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে নির্বাচন কমিশন।

গেলোবার আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে এবার দলের সমর্থন নিয়ে ভোট করছেন নৌকা প্রতীকে। অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি নির্বাচনে অপারগতা জানালে দলটির সমর্থন পান আলোচিত ৭ খুন মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’রসহ ৭ মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১শ’ ৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৪ লাখ ৭৪ হাজার ৯শ’ ৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬শ’ ৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২শ’ ৬৯ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh