logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
|  ২২ এপ্রিল ২০১৯, ১০:৩৭ | আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:৪৫
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মেস বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলো- মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় ওয়াসিম মিয়ার তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবদুল মান্নান জানান, রোববার রাতে ওই মেস বাসার রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে থাকে। ভোর রাতে মেস বাসার কেউ একজন রান্নাঘরে চূলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। এক পর্যায়ে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পরে। এসময় ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারাও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায় এবং দগ্ধ ছয়জনকে গুরুতর আবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায়। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আরও তিনজনকে ভুলতার বেসরকারি হাসপাতাল আল রাফি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রায়হান জানান, তারা দুজনই স্থানীয় নেক্সট এক্সেসরিস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে তরিকুল (৩০) ও হযরত আলী (৩২) নামের দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লিয়াকত (৪০) ও আরিফুল (৪২) নামের দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়