• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ১

টেকনাফ প্রতিনিধি

  ২০ এপ্রিল ২০১৯, ১১:০২

কক্সবাজারে টেকনাফ উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৩২) । তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশের দাবি নিহত সাহাব উদ্দিন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে দুইটি এলজি, সাত রাউন্ড কার্তুজ, নয়টি গুলির খালি খোসা ও ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে কাঞ্জপাড়া পাহাড়ি এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে পাহাড়ে ঢুকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

টেকনাফ মডেল থানার পুলিশ-পরিদর্শক রাকিবুল ইসলাম খান আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
রাজধানীতে গ্রেপ্তার ২৭
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
X
Fresh