• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুর প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৯, ০৯:৫৬

গাজীপুরে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবী নিহত ব্যক্তি সন্ত্রাসী। এ ঘটনায় র‍্যাব-১ এর দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‍্যাব-১ এর একটি টহল টিম অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে পোড়াবাড়ি ইপসা গেট এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্ত্রাসী র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে এবং ঘটনাস্থলে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় র‍্যাব-১ এর এএসআই সানা উল্লাহ ও উজ্জ্বল আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh