• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামিন পেলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

  ১৮ এপ্রিল ২০১৯, ১৭:৫৩

যৌতুকের দাবিতে স্ত্রী-নিপীড়নের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জামিন শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা বন্ডে তাকে জামিনে মুক্তির আদেশ দেন।

প্রায় দেড় মাস আগে স্ত্রী নিপীড়নের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান হিরো আলম

গত বছরের ২৫ ডিসেম্বর ও গেল ৫ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী সুমী বেগমকে দুই দফা মারপিট করেন হিরো আলম, এমন অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন সুমীর বাবা সাইফুল ইসলাম। ৭ মার্চ থেকে ওই মামলায় কারাগারে ছিলেন হিরো আলম।

হিরো আলমের আইনজীবীরা এর আগে জামিন আবেদন করায় বৃহস্পতিবার জামিন শুনানি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে আদালত হিরো আলমকে জামিনের আদেশ দেন।

বগুড়া সদরের এরুলিয়া এলাকার ক্যাবল-সংযোগ ব্যবসায়ী আশরাফুল হোসেন আলম কয়েক বছর আগে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ইউটিউবে ‘হিরো আলম’ নামে ব্যাপক জনপ্রিয়তা পান। গত সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে সারাদেশে আলোচনায় আসেন এই তরুণ। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে ৬৩৮ ভোট পেয়ে জামানত হারান তিনি। ২০০৮ সালে সুমী বেগমকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবিতে হিরো আলম
অভিযোগ দিতে দুপুরবেলা ডিবি কার্যালয়ে হিরো আলম
এবার ভুয়া ভুয়া ধ্বনিতে বইমেলা থেকে বিতাড়িত হিরো আলম
হিরো আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি
X
Fresh