logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ১৮ এপ্রিল ২০১৯, ১৩:১২ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার জেলার সরাইল ও কসবা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন এবং কসবায় ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, শুক্রবার দুপুরে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। 

ওসি আরও জানান, মরদেহ দুটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এছাড়া সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়া নামক স্থানে ট্রেনের ধাক্কায় হারুন মিয়া (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাশ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়