• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাসেলের কৃত্রিম পা সংযুক্ত করা হয়েছে

সাভার প্রতিনিধি

  ১৮ এপ্রিল ২০১৯, ১২:৩৬

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারের পা সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে সংযুক্ত করা হয়েছে।

সিআরপি অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক বৃহস্পতিবার সকালে তার পা সংযুক্ত করেন।

সিআরপি সূত্র জানিয়েছে, সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র পক্ষ থেকে রাসেলকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশানাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে।

আজ পা সংযোজন করা হলেও রাসেলের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও চার সপ্তাহ সময় লাগবে। এর আগে তাকে বিভিন্ন ধরনের অনুশীলন করতে হবে।

রাজধানীর আদাবর এলাকার একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকারচালক ছিলেন রাসেল সরকার। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ২০১৮ সালের ১৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের বাসের চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে রাসেলের ওপর বাস চালিয়ে দেয় ওই চালক। এতে পা হারান রাসেল। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে রাসেলকে পাঁচ লাখ জরিমানা দেয় গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আরও ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
যেসব জায়গায় হতে পারে শিলাবৃষ্টি
শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল
X
Fresh