• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি

  ১৭ এপ্রিল ২০১৯, ১২:৫৭

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল নয়টার দিকে বরিশাল-স্বরূপকাঠী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম লামিয়া আক্তার (৮)। সে উপজেলার গুঠিয়া ইউনিয়নের খায়রুল সিকদারের মেয়ে এবং পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

এ ঘটনার পর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, লামিয়া আক্তার সকাল নয়টার দিকে বাসা থেকে স্কুলে যাচ্ছিল। বরিশাল-স্বরূপকাঠী সড়ক পার হওয়ার সময় বানারীপাড়াগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়।

এই খবর পাওয়ার পর স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সকাল সোয়া নয়টা থেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, লামিয়া ঘটনাস্থলে মারা যাওয়ার পরপরই স্থানীয় হাজারও মানুষ ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
সুইমিংপুলে শিশুর মৃত্যু
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh